জাতীয় পরিচয় পত্র নম্বর: জাতীয় পরিচয় পত্র ফর্ম নম্বর ভুল দেখালে করণীয়।

Last Updated On:

জাতীয় পরিচয় পত্র নম্বর

জাতীয় পরিচয় পত্র নম্বর বা ফর্ম ভুল দেখালে শুরুতেই আমরা অনেকে ঘাবড়ে যাই। ঘাবড়ে না গিয়ে বরং এটা কেন হলো ও কিভাবে এর সমাধান করা যায় সে ব্যাপারে সিদ্ধান্ত নেয়া উচিত। আজ আমি আপনাদের সাথে এর ব্যাপারে করনীয় কি সেটি নিয়ে বিস্তারিত আলোচনা করবো ইনশাল্লাহ। তো চলুন কথা না বাড়িয়ে কাজ শুরু করা যাক।

আরো পড়ুনঃ ১৭ ডিজিটের এনআইডি:১৭ সংখ্যার এনআইডি।

জাতীয় পরিচয় পত্র নম্বর ভুল দেখালে করনীয় গুলো এবং যাদের সঠিক স্লিপ নাম্বার বসানোর পরেও জাতীয় পরিচয় পত্র নম্বর ভুল দেখায় তারা আজকের দেখানোর নিয়ম অনুসারে ভোটার ফরম নাম্বার ব্যবহার করলে আর কখনও জাতীয় পরিচয় পত্র নম্বর ভুল দেখাবে না।

এনআইডি কার্ড / জাতীয় পরিচয় পত্র ডাউনলোড কিংবা ভোটারদের তথ্য অনুসন্ধান করার জন্য nid নাম্বার অথবা NID ফর্ম নাম্বার প্রয়োজন হয়। NID Card হাতে পাওয়ার আগ পর্যন্ত ভোটার স্লিপ / ফরম নাম্বার ব্যবহার করে Bangladesh NID Application System একাউন্ট নিবন্ধন এবং এনআইডি সম্পর্কিত সব রকমের সেবা পাওয়া যায়।

জাতীয় পরিচয় পত্র নম্বর

জাতীয় পরিচয় পত্র নম্বর সচরাচর ৮, ৯ কিংবা ১০ সংখ্যার হয়ে থাকে। বর্তমান ভোটার স্লিপ গুলোর নাম্বারের পূর্বে কিছু অক্ষর যুক্ত থাকে। আপনি সঠিক জাতীয় পরিচয় পত্র নম্বর এবং জন্ম তারিখ দেয়া সত্ত্বেও জাতীয় পরিচয় পত্র নম্বর ভুল দেখালে নিচের নিয়ম যথাযথভাবে অনুসরণ করে এই সমস্যার সমাধান করে নিতে পারবেন।

যে সব কারণে NID ফরম নাম্বার ভুল দেখায়?

NID Wing বা nid services ওয়েবসাইটে নিবন্ধন করার সময় NID ফর্ম নম্বর ভুল দেখানোর বেশ কিছু কারণ রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য কারণ হচ্ছে আইডি কার্ড অনলাইন হওয়ার পূর্বেই NID Application System একাউন্ট নিবন্ধন করার চেষ্টা করা এবং ভুল ফরম নাম্বার ব্যবহার করা।

জাতীয় পরিচয় পত্র নম্বর

জাতীয় পরিচয় পত্র নম্বর

 

NID ফরম নাম্বার ভুল দেখানোর কারণসমূহঃ

  • আইডি কার্ড অনলাইনে আসার আগেই চেক করলে
  • ভুল ফরম নাম্বার দিলে
  • ভুল জন্ম তারিখ দিলে
  • বাংলা অক্ষরে লিখলে

নতুন ভোটারদের ক্ষেত্রে এই সমস্যাটি দেখানোর কারণ হচ্ছে জাতীয় পরিচয় পত্র অনলাইন হওয়ার পূর্বেই ইউজার অ্যাকাউন্ট তৈরির চেষ্টা করা। অনলাইনে জাতীয় পরিচয় পত্র আবেদন করার পর কমপক্ষে এক মাস সময় অপেক্ষা করা প্রয়োজন। যখন আইডি কার্ড হয়ে যাবে তখন ব্যক্তির মোবাইলে এসএমএস এর মাধ্যমে তা জানিয়ে দেওয়া হয়।

কখনো কখনো ফরম নাম্বারের ছাপা বা প্রিন্ট ভালো না হওয়ার কারণে সংখ্যাগুলো বোঝা যায় না সে ক্ষেত্রে অনিচ্ছাকৃতভাবে ভুল ফরম নাম্বার ব্যবহার করার ফলে ওয়ার্নিং দেখায়। ভোটার স্লিপের নাম্বারটি নিশ্চিত হয়ে তারপর লিখুন।এমন অনেকেই আছেন যারা ফর্ম নাম্বার এবং জন্ম তারিখ বাংলায় লিখেন, যে কারণে সেখানে কোনো তথ্য না দেখিয়ে ফরম নাম্বার কিংবা জন্ম তারিখ ভুল দেখায়।

ভোটার স্লিপ নম্বর ভুল দেখালে করনীয়

সঠিক NID ফরম নাম্বার দেওয়ার পরেও যদি স্লিপ নাম্বার ভুল দেখায় তাহলে ভোটার স্লিপে থাকা নাম্বারের পূর্বে NIDFN যুক্ত করে ব্যবহার করুন। ভোটার স্লিপে থাকা নাম্বারটি 591112223 হয় তাহলে এটিকে NIDFN59111223 এভাবে লিখে ব্যবরহার করুন।NID ফর্ম নম্বরটি যদি শুধু ৮ সংখ্যার কিংবা ৯ সংখ্যার হয়, তাহলে উপরে দেখানো নিয়ম অনুসরন করে ফরম নাম্বারের প্রথমে NID FN যুক্ত করে তারপর ব্যবহার করুন।

আর যদি ইতোমধ্যে ভোটার স্লিপে NIDFN সহকারে ফরম নাম্বার দেওয়া থাকে তাহলে কিছু করার প্রয়োজন নেই। নিয়ম অনুসারে একাউন্ট নিবন্ধন করেই আইডি কার্ড ডাউনলোড করে ফেলতে পারবেন। শুধু ফর্ম নাম্বার ভুল প্রবেশ করানো কিংবা ফরম নাম্বারের পূর্বে NIDFN ব্যবহার না করাই ভোটার স্লিপ নম্বর ভুল দেখানোর একমাত্র কারণ নয়। জন্ম তারিখ ভুল ইনপুটের কারণেও এ ধরনের সমস্যা দেখা যায়। তাই জাতীয় পরিচয় পত্র আবেদন করার সময় যে জন্ম তারিখ দেওয়া হয়েছে ঠিক সেটি ব্যবহার করতে হবে।

ফর্ম নম্বর ভুল দেখালে যা করবেন

ফর্ম নাম্বর যদি ভুল দেখায় তাহলে প্রথমেই নিশ্চিত হতে হবে যে ১০৫ নাম্বার থেকে মোবাইলে জাতীয় পরিচয় পত্র অনলাইন হয়েছে এই মর্মে কোন SMS এসেছে কিনা। যদি কোন এসএমএস না এসে থাকে সেক্ষেত্রে বৃথা চেষ্টা করে কোন লাভ নেই। আইডি কার্ড যদি প্রস্তুত না হয় তাহলে তথ্য দেখাবে না এটাই স্বাভাবিক।

আরো পড়ুনঃ nid ছবি পরিবর্তন: nid ছবি পরিবর্তন ফরম।

যেহেতু ভোটার স্লিপে কোন জন্ম তারিখ দেওয়া থাকে না তাই যার ফরম নাম্বার ব্যবহার করে এই কাজটি করবেন অবশ্যই তার জন্ম তারিখ আগে থেকে জেনে তারপর ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করার জন্য প্রবেশ করতে হবে। ফরম নাম্বার বা জন্ম তারিখ যে কোনোটি ভুল হলেই কোন প্রকার তথ্য দেখাবে না। বাংলাদেশ নির্বাচন কমিশন এর ১০৫ নাম্বার থেকে এসএমএস আসার পর সঠিক ফরম নাম্বার এবং জন্ম তারিখ দেওয়ার পরও যদি তথ্য ভুল দেখায় সেক্ষেত্রে ফরম নাম্বারের সাথে NIDFN যোগ করে NIDFNxxxxxxxx  এভাবে লিখে চেষ্টা করুন।

জাতীয় পরিচয় পত্র নম্বর

জাতীয় পরিচয় পত্র নম্বর

এতসব কিছু করার পরও যদি কোন তথ্য না দেখতে পান কিংবা ফরম নাম্বার / জন্ম তারিখে কোন ভুল দেখায় তাহলে আপনার স্থানীয় উপজেলা নির্বাচন কমিশন অফিসে যোগাযোগ করে এ বিষয়ে সহযোগিতা নিতে পারেন। ফরম নাম্বারে কোন ভুল থাকলে তারা তা সংশোধন করে দিবে।

NID ফর্ম নম্বর ভুল দেখানো সম্পর্কে প্রশ্ন-উত্তর

ফরম নাম্বার সঠিক লিখার পরও ফরম নাম্বার ভুল দেখানোর কারণ কি?

অধিকাংশ ফরম নাম্বার ভুল দেখানোর প্রধান কারন হল শুধু মাত্র ফরমে থাকা নাম্বার ব্যবহার করা। স্লিপে থাকা নাম্বারের সাথে NIDFN যুক্ত করে নিলে এটার সমাধান হয়ে যাবে।

ভোটার ফরম নাম্বার কত সংখ্যার?

ভোটার ফরম নাম্বার কত সংখ্যার হয় এটা নিয়ে অনেকের মাঝে কনফিউশন। হবারই কথা, প্রথম দিকে ভোটার স্লিপে ৮ সংখ্যার নাম্বার থাকতো, তার পর ৯ এবং ১০ সংখ্যার করা হয়। বর্তমানে NIDFN সংযুক্ত ১৩ কিংবা ১৪ সংখ্যার দেখা যায়।

শেষ কথাঃ

জাতীয় পরিচয় পত্র বা এনআইডি কার্ড বা ভোটার আইডি কার্ড যেই নামেই ডাকুন না কেন এই কার্ডে কোন ভুল দেখালে হতাশ না হয়ে সেটা সংশোধনের জন্য এগিয়ে যেতে হবে। যেহেতু এটি ‍খুবই গুরুত্ত্বপূর্ণ একটি কার্ড তাই এর ব্যাপারে কোন ধরণের অবহেলা করা ঠিক হবে না।

 

Tags

You might Also Enjoy.....

অনলাইনে ট্রেনের টিকিট কাটার নিয়ম

অনলাইনে ট্রেনের টিকিট কাটার নিয়ম (How to Buy Train Tickets Online)

Read More

অনলাইনে জন্ম নিবন্ধন যাচাই

Read More
গর্ভবতী ভাতা

গর্ভবতী ভাতা: মাতৃত্বকালীন আর্থিক সহায়তার অনলাইন আবেদন প্রক্রিয়া

Read More

One response to “জাতীয় পরিচয় পত্র নম্বর: জাতীয় পরিচয় পত্র ফর্ম নম্বর ভুল দেখালে করণীয়।”

Leave a Comment

Join Us

Recommended Posts

অনলাইনে ট্রেনের টিকিট কাটার নিয়ম

অনলাইনে ট্রেনের টিকিট কাটার নিয়ম (How to Buy Train Tickets Online)

অনলাইনে জন্ম নিবন্ধন যাচাই

গর্ভবতী ভাতা

গর্ভবতী ভাতা: মাতৃত্বকালীন আর্থিক সহায়তার অনলাইন আবেদন প্রক্রিয়া

জন্ম নিবন্ধন করার নিয়ম

জন্ম নিবন্ধন করার নিয়ম: একটি সম্পূর্ণ গাইড

জমির মৌজা ম্যাপ

জমির মৌজা ম্যাপ: কিভাবে খুঁজে বের করবেন ও ডাউনলোড করবেন?

কিমি

কিমি Kimi: কৃত্রিম বুদ্ধিমত্তার নতুন দিগন্ত

জমির স্ট্যাম্প লেখার নিয়ম

জমির স্ট্যাম্প লেখার নিয়ম: সম্পূর্ণ গাইডলাইন

About this site

সাইটটি মূলত টেকনোলজি রিলেটেড। নিত্য নতুন টেকনোলজি সম্পর্কে এখানে বিস্তারিত আলোচনা করা হয়। 

 

 

 

 

 

Top Rated Posts

প্রতিবন্ধী ভাতার আবেদন

প্রতিবন্ধী ভাতার আবেদন

জমির খাজনা চেক

জমির খাজনা চেক

পড়া মনে রাখার উপায়

পড়া মনে রাখার উপায়

জমির মালিকানা বের করার উপায়

জমির মালিকানা বের করার ‍উপায়

Recommended Posts

গুগল বার্ড কি?

গুগল বার্ড কি? গুগল বার্ড এর আদ্যোপান্ত।

ডিপফেক প্রযুক্তি

ডিপফেক প্রযুক্তি: সেরা ১২ টি ডিপফেক অ্যাপস। 

ডিপ ওয়েব

ডিপ ওয়েব: ডার্ক ওয়েব বনাম ডিপ ওয়েব।

ডেভিন

ডেভিন : প্রযুক্তির নতুন বিস্ময়।